মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ধলাই নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৬:০২

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৮:১৬

ছবি ‍সংগৃহিত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নিখোঁজের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন নৌকাডুবিতে দুজন শ্রমিক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৩টার দিকে ধলাই নদীর আদর্শনগরের কাছাকাছি এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূর্বধলা থেকে বালুবাহী একটি নৌযান মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। পথে আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায় নৌকাটি। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসে; অপর দুইজন নিখোঁজ হন। খবর পেয়ে মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। পথে আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে ভারি বৃষ্টি এবং নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top