বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়

বিমানবন্দর থেকে প্রবাসীকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের সাতজনের


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১০:৫৪

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৩:৫৬

ছবি ‍সংগৃহিত

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুর ফিরছিল।

নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের সবার নাম জানা যায়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়। ওমানপ্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে।”


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top