বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জুয়ার আসরে যৌথবাহিনীর হানা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৩৫


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১২:২১

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ০২:৫৭

ছবি সংগৃহীত

টাঙ্গাইলে জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টাঙ্গাইল পৌর শহরের শতাব্দী ক্লাবসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) সকালে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, রক্ষিত বিশ্বজিৎ, শাহ আলম খান মিঠু, জসিম উদ্দিন, গোলাম মওলা, শাহিন আহমেদ, আবু জাফর খান, আব্দুর রশিদ, মঈন খান, মোস্তফা কামাল, বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, শফিকুল ইসলাম, এসএম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, হাবিল উদ্দিন, মহব্বত আলী, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, রফিকুল ইসলাম, বিশ্বজিৎ, সাদেকুর, সেলিম, হাসান আলী, রফিক, শাহ আলম, সিরাজুল, আশিকুর রহমান, শফিক, আখতারুজ্জামান, আরমান ও শামছুল।

পুলিশ জানায়, গ্রেফতাররা বেশি ভাগই টাঙ্গাইল পৌর শহরের বাসিন্দা। অভিযানকালে তাদের থেকে মোবাইল, বিপুল পরিমাণ নগদ টাকা, মদের বোতলসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, জুয়া ও মাদকের আসর থেকে গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। বুধবার গ্রেফতারদের টাঙ্গাইল আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top