রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩


প্রকাশিত:
১৯ মে ২০২১ ১৬:৫৪

আপডেট:
১৯ মে ২০২১ ১৬:৫৬

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নিহত মাইক্রোবাসচালক হাসান মিয়া (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সদরের নুরপুর গ্রামের গনি মিয়ার ছেলে, গোলাম মওলা শামীম (৩০) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পিআরই গ্রামের ইমদাদুল হকের ছেলে এবং ইমন মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়ার তুলাবাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত মীম আক্তার কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিহত গোলাম মওলার স্ত্রী।

এলাকাবাসী জানান, মঙ্গলবার (১৮ মে) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে।

বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসচালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতাবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top