চাটখিলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত:
২২ মে ২০২১ ২২:৪২
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০২:২৪

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উওর মোহাম্মদপুর গ্রামে সারবিন সুলতানা (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সারবিন সুলতানা আবিদ মিয়া পাটোয়ারি বাড়ির প্রবাসী মো. ইয়াছিনের স্ত্রী। তার ৫ বছর ও ৮ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
প্রবাসী মো. ইয়াছিন এবং গৃহবধূর বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: