ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
প্রকাশিত:
৭ জুন ২০২১ ২০:০৬
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১০:৫৯

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জিহাদ হোসেন (১৮)। তিনি উপজেলার হেলায় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি হেলায় গ্রামে বাইসাইকেলে করে ফিরছিলেন জিহাদ।
পথিমধ্যে শহরের হাসপাতাল সড়কের সামনে পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: