শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা!


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩১

আপডেট:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২

সংগৃহীত

পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন। সকাল থেকে ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন তারা। এরপর রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরে ফজরে সময় অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top