ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ১৮:০৯
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:০৬

সিরাজগঞ্জের নলকা সেতুতে কাজ চলায় ও পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত ৮ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পরেছেন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।
বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
ওসি জানান, ভোর থেকেই বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লেনে টোল আদায় বন্ধ ছিল। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়। তবে সকাল ৯টার পর টোল আদায় শুরু হলে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
আপনার মূল্যবান মতামত দিন: