চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে পতিতাবৃত্তি করানোর অভিযোগ
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ১৫:৩৮
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫১

পটুয়াখালীর কুয়াকাটায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে পতিতাবৃত্তি করানোর অভিযোগে নুর আলম খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) রাতে তাকে পৌর শহরের রেডসন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই তরুণীকে খুলনা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে আসে আলমগীর। পরে তাকে হোটেল রেডিসনে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিকালে হোটেল রেডিসনে অভিযান চালায় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। এসময় ওই হোটেল থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয় এবং ওই তরুণীকে উদ্ধার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: