কুমিল্লায় হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৬:০৪
আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:৩০

কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বু নামের আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমল কৃষ্ণ ধর বুধবার (২০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপের ঘটনার পর ওইদিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলায় মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বুকে গ্রেপ্তার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: