শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ভাসানচরে রোহিঙ্গার মাঝে কাতার চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ১৯:৪৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৩:৫১

ছবি-সংগৃহীত

ভাসানচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্তাবধায়নে ষষ্ঠ দফায় প্রায় সাড়ে ৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি।

খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা ও আলু।

কাতার চ্যারিচির রিলিফ কো অর্ডিনেটর তানভীর এলাহী জানান, এই দফায় ২ লাখ ১০ হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক মাসের খাবার দেয়া হয়েছে।

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ সুপ্রভাত চাকমা বলেন, ভাসানচর একটি সম্ভাবনাময় স্থান এবং বাংলাদেশ সরকারের আশ্রায়ন প্রকল্প -৩ এর অন্তর্ভুক্ত। রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে সহায়তা করার জন্য এখনও অনেক এনজিও ও জাতিসংঘ কার্যক্রম শুরু করেনি। এ অবস্থায় কাতার চ্যারিটি যে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top