ফেনীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২১ ১৯:৪৫
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫১

ফেনীতে ৭৯২ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন ও সাব্বির নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্টারলাইন পেট্রোল পাম্প সংলগ্ন রোকেয়া স্টোরের সামনে থেকে ৫ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে জাকির ও সাব্বিরকে আটক করতে পারলেও অপর ৩ জন পালিয়ে যান। পরে গ্রেপ্তারদের তথ্যানুযায়ী ৫টি বস্তার ভেতর থাকা ৭৯২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ২০৫ টাকা উদ্ধার করা হয়।
ফেনীর র্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, উদ্ধার করা ফেনসিডিলের দাম প্রায় ৭ লাখ ৯২ হাজার টাকা। গ্রেপ্তাররা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
আপনার মূল্যবান মতামত দিন: