পাবনায় ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু’ গ্যালারির উদ্বোধন
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ২১:১৫
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৮

পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ সব ছবি নিয়ে ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু’ নামে এক গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। গ্যালারিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দুর্লভ ছবি স্থাপন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার বায়েজিদ বিন আখন্দ প্রমূখ।
আপনার মূল্যবান মতামত দিন: