ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ০৩:১১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১২:৩৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। তবে এ সময়ে নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ৩জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এদের মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: