বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত


প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৮:১৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২২:৪১

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া বাবার বুলেটে শাহ আলম নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

সীমান্ত ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভেতরে প্রবেশ করেন। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবির শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top