হবিগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ২৩:০৬
আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ০৫:৩৮

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে চাঁদাবাজি মামলায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার থেকে মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করেছেন র্যাব।
বুধবার (১০ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
তিনি জানান, চাঁদাবাজি মামলায় পলাতক ছিলেন প্রসেনজিৎ চন্দ্র দেব। গত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজারের দুলাল মিয়ার মুরগীর দোকানের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এরপর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: