নিহত ৩, আহত ৩
রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ
প্রকাশিত:
১৪ জুন ২০২০ ১৮:৩৮
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০১:৩৪

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: