নেত্রকোনার কেন্দুয়ায় ফুল বাগানে গাঁজা চাষ
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০৭:২২
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

নেত্রকোনার কেন্দুয়ায় একটি বাড়িতে সবজি ও ফুলের বাগান থেকে গাঁজার গাছ পাওয়ার পর ওয়াসিম মিয়া নামের বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের সবজি বাগান থেকে গাঁজার গাছটি পাওয়া যায়। গাছটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ১৬ কেজি। এ ঘটনায় ওই রাতেই ওয়াসিম মিয়ার বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, ওয়াসিম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দেশ্যে গাঁজা আবাদ করছিলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউপির পাচহার কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সবজি ও ফুলের বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: