বান্দরবানে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২১ ০৭:৩৫
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫১

বান্দরবানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ মো. কামাল নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবাসহ মো. কামাল নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, সে একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন বলে জানান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: