শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ক্ষুদ্র ও মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০১:১৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫১

ছবি-সংগৃহীত

ক্ষুদ্র ও মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সকল জাতি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসব অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষের সম্মান রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ আরও অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top