চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ২১:৫৩
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০১:৪৮

চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় শনিবার দিবারাত সাড়ে ১০টার দিকে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রিপন নামে ১ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার।
ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান ট্রাকের ড্রাইভার। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যাবত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: