কক্সবাজারে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৮
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ১৪:২০
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২০:১০

কক্সবাজার শহরের কলাতলী সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডার তাকেরসহ ৮ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
আটকরা হলেন- বিউল হাসান, নুরুল আমিন, মো. ইউনুস, মেহেদী হাসান হৃদয়, মো. মোবারক হোসেন জিসান, মো. সোহেল, মো. হৃদয় ও, আরিফ।
শুক্রবার (২৬ নভেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কলাতলী সৈকত কেন্দ্রিক পর্যটকসহ স্থানীয়দের বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। সুগন্ধা পয়েন্টের প্রাসাদ প্যারাডাইস হোটেলের সামনে ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে।
আপনার মূল্যবান মতামত দিন: