চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন
প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ১৯:৩১
আপডেট:
১০ ডিসেম্বর ২০২১ ০৫:৩০

চট্টগ্রামে আতুরার ডিপো এলাকায় দুইতলা একটি ভবনের ঝুটের গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, পাশাপাশি তিনটি গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না।
আপনার মূল্যবান মতামত দিন: