বায়োফার্মা-বায়োগ্রুপের নতুন ম্যানেজিং ডিরেক্টর ডা. লকিয়ত উল্যা
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪ ১৭:১৪
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৭:২৮

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অনন্য পথিকৃৎ ডা. লকিয়ত উল্যা বায়োফার্মা ও বায়োগ্রুপের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন। তিনি বায়োগ্রুপের একজন ফাউন্ডার ডিরেক্টর ও স্পন্সর শেয়ার হোল্ডার। ১ জানুয়ারি থেকে তিনি এই পদে আসীন হয়েছেন।
লকিয়ত উল্যা বিভিন্ন সময়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ ও বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই আসোসিয়েশন, ডিরেক্টর পদে বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কমনওয়লেথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফাউন্ডার ডিরেক্টর পদে ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, লাইফ মেম্বার সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে গ্লোবাল ফিলানথ্রপি অ্যাওয়ার্ড লাভ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: