বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫ ১০:৪৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১১:২৩

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার পথে নিউ ইয়র্কে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই সফরে গভর্নরের সঙ্গে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং লেডি গভর্নর দিলরুবা রহমান।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী। বক্তৃতা দেন আফতাব মান্নান, ড. মহসিন পাটওয়ারী, ড. ওয়াজেদ খান, আবু তাহের, ড. শওকাত আলী, খালেদ মহীউদ্দিন, সানওয়ার চৌধুরী, সামীম আহমদ, নাদের খান, সফিকুল ইসলাম ও খলকু কামালসহ আরও অনেকে।

প্রবাসীরা আশ্বাস দেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যেকোনো উদ্যোগে তারা পাশে থাকবেন।

অনুষ্ঠান শেষে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top