বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গ্রামীণফোনের নতুন সিবিও আসিফ নাইমুর


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২২:৪৫

 ছবি : সংগৃহীত

ড. আসিফ নাইমুর রশিদকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ড. আসিফ সাবেক সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।

গ্রামীণফোনে যোগদানের আগে ড. আসিফ রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি ইতোমধ্যে টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসেবে পরিচিত। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

ড. আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ; কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডটি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব এপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্সে পড়াশোনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top