বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পরীক্ষায় অসদুপায় : শাস্তি পেলেন ৭ কলেজের ১১ শিক্ষার্থী


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫ ১২:১৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৪৪

ছবি সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ১১ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে; যা okjfV বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, মাস্টার্স (স্নাতকোত্তর), অনার্স (সম্মান) এবং বিবিএসহ বিভিন্ন বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শাস্তির মেয়াদ বিভিন্নরকম। কারো কারো ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে, আবার কেউ কেউ পরবর্তী এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে রয়েছেন— ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ফারজানা ইয়াসমিন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সানজিদা আক্তার, সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের মো. রবিউল ইসলাম ও দর্শন বিভাগের মো. রায়হান, সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের রাইসুল ইসলাম রাব্বি ও ইংরেজি বিভাগের মো. শামীম মোল্লা, কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাসুদ রানা, ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের জান্নাতুল মাওয়া, সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মো. সাব্বির হোসেন, বাংলা বিভাগের ইমরান হোসেন এবং সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শামীউল আহমেদ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

অন্যদিকে, একই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্পে পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তির আওতায় আনা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, উপাদানকল্প কলেজগুলোর মধ্যে এম.এস গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা-২০২২ এর এক শিক্ষার্থী এবং বি.এসসি (সম্মান) ২য় বর্ষ গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা ২০২৩ এর এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি পেয়েছেন। তবে, বিজ্ঞপ্তিতে এই দুই শিক্ষার্থীর নাম ও অন্যান্য পরিচয় উল্লেখ করা হয়নি।

তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি তাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রক্টর অফিসের মাধ্যমে উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে শাস্তি হ্রাসের আবেদন করেন, তবে উপাচার্য বিশেষ বিবেচনায় তাদের শাস্তি এক বছর পর্যন্ত কমাতে পারেন।

অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিস্তারিত তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের cmc.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়াও eco.du.ac.bd এবং 7college.du.ac.bd ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top