বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


প্রতিবছর ২০২৪ শিক্ষার্থীকে ৬০০০ টাকা করে বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়


প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ১১:১১

আপডেট:
৩ জুলাই ২০২৫ ০৭:০৮

ছবি সংগৃহীত

ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই ‘শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ চালু করা হয়েছে। এর আওতায় প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৪ শিক্ষার্থীকে ৬০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বৃত্তি এককালীন দেওয়া হবে। প্রতিবছরই নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। এই বৃত্তি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন অথচ মেধাবী শিক্ষার্থীরা। আর প্রতিবছরই এই শিক্ষাবৃত্তি নিয়মিতভাবে দেওয়া হবে এবং বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ ভবিষ্যতে বাড়ানো হতে পারে।

মূলত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩২ জন শহীদ শিক্ষার্থীসহ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ নিয়েছে। শহীদদের অসামান্য দেশপ্রেম, প্রতিবাদী চেতনা এবং আত্মোৎসর্গ দেশের ইতিহাসে এক অবস্মরণীয় অধ্যায় রচনা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে এবং তাদের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে এই শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, মঙ্গলবার (১ ‍জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি ৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমবারের মতো এই শিক্ষাবৃত্তি পেয়েছেন সারা দেশের ৭২৫টি কলেজের মোট ২০২৪ জন শিক্ষার্থী।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top