বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


চার দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ শুক্রবার


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৮:১২

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ২৩:৩০

ছবি সংগৃহীত

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে আমরা জেনেছি, রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের কথা বলা হয়েছে। তাহলে যারা মামলা করেননি, তাদের দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে? আমরা সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন চাই।’

যে চার দাবি প্রাথমিকের শিক্ষকদের

১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে।
২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে।
৩. চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৪. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top