শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


চীন সরকারের স্কলারশিপ পেলেন ঢাবির একই ব্যাচের ৬ শিক্ষার্থী


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৫:২৯

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৭:৪১

ছবি সংগৃহীত

চীনের সর্বোচ্চ সম্মানজনক ও সর্বাধিক সুবিধাসম্পন্ন চীনা সরকারি বৃত্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ব্যাচের ছয় শিক্ষার্থী।

তাদের মধ্যে পাঁচজন এ-টাইপ এবং একজন বি-টাইপ ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তারা চীনের চারটি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন।

মনোনীতদের মধ্যে সোহেল হোসাইন ও মো. রেদোয়ান মেহবুব উহান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। সোহেল ‘ট্রান্সলেশন স্টাডিজ’ এবং রেদোয়ান ‘সিনোলজি’ বিষয়ে পড়াশোনা করবেন।

অন্যদিকে, মারজীয়া আক্তার মীম ও তাহমিনা আক্তার বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তারা দুজনেই ‘টিচিং চাইনিজ টু স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস’ বিষয়ে পড়াশোনা করবেন। এছাড়াও তানজিয়া সাইমুন শিয়ামেন বিশ্ববিদ্যালয়ে ‘চাইনিজ ল্যাংগুয়েজ স্টাডিজ’ নিয়ে এবং মো. মারজুল ইসলাম চিনান বিশ্ববিদ্যালয়ে ‘চাইনিজ স্টাডিজ’ বিষয়ে অধ্যয়ন করবেন।

তাদের কোর্সের মেয়াদ দুই থেকে তিন বছর। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সব ব্যয়ভার বহন করা হবে। এর মধ্যে রয়েছে টিউশন ফি, আবাসন খরচ, যাতায়াত ব্যয়, স্বাস্থ্যবিমা, বার্ষিক শিক্ষাসফর, প্রাতিষ্ঠানিক ফি (খেলাধুলা, লাইব্রেরি, হল ফি, সেমিস্টার ফি ইত্যাদি) এবং মাসিক ৩ হাজার ইউয়ান (প্রায় ৫০ হাজার টাকা) ভাতা। ইতোমধ্যে কর্তৃপক্ষ তাদের বিমান টিকিটও সরবরাহ করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এর আগে, গত শিক্ষাবর্ষে একই বিভাগ থেকে আরও তিন শিক্ষার্থী চীনে মাস্টার্স অধ্যয়ন করতে গিয়েছিলেন একই সমমানের কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপে। তাদের মধ্যে বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে টিচিং চাইনিজ বিষয়ে সাদিয়া আক্তার, লানচৌ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সাহিত্য বিষয়ে মো. রবিউল ইসলাম এবং নর্থওয়েস্ট নরমাল বিশ্ববিদ্যালয় টিচিং চাইনিজ বিষয়ে শামসুন্নাহার শায়লা অধ্যয়নরত রয়েছেন।

উল্লেখ্য, চীনা সরকারি বৃত্তি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে দেওয়া হয়। আবেদনকারীরা কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকারের মাধ্যমে মনোনীত হন। এই স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি—এই তিনটি ক্যাটাগরির পাশাপাশি রয়েছে এক বছরের মেয়াদি জুনিয়র স্কলার্স ও সিনিয়র স্কলার্স নামের দুটি স্বল্পমেয়াদি কোর্স। প্রতিবছর নভেম্বর-ডিসেম্বরে আবেদন শুরু হয় এবং জুলাই মাস পর্যন্ত ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top