রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


চাকসু নির্বাচনে প্রথম দিনে মনোনয়ন নিলেন ২৭ জন


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২৭ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫ জন এবং হল সংসদে ২ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ হয়। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশ নিচ্ছেন।’

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন করে মনোনয়ন নিয়েছেন। এদিন প্রথমবারের মতো প্যানেল আকারে মনোনয়ন নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমন্বিত জোট ‘দ্রোহ পর্ষদ’।

এই প্যানেলের অধীনে সহ-সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজুলক্ষ্মী অবরোধ। তিনি নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু। তিনি চবির ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়াও এদিন চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন যুক্ত ভোটার যুক্ত হয়েছেন ১ হাজার ৮০৮ শিক্ষার্থী। ফলে মোট ভোটার দাঁড়াল ২৭ হাজার ৬৩৪ জন। এর আগে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী।

তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টার মধ্যে। তাছাড়া প্রার্থীদের জন্য নিজ খরচে মাদক পরীক্ষা (ডোপ টেস্ট) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্ট রিপোর্ট ইতিবাচক হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য: এবারের চবির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৬টি পদে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top