বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মধুমিতায় সিনেমার বদলে চলবে ফুটবল বিশ্বকাপ


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২২ ০৬:০৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৫

 ফাইল ছবি

সিনেমা সংকটে ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। শুক্রবার(১৮ নভেম্বর) থেকে আগামী একমাস প্রেক্ষাগৃহটিতে কোনো সিনেমার প্রদর্শনী হবে না। তবে এ সময়টাতে বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ চলবে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মধুমিতার মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘প্রতিদিন মোট সেল হচ্ছে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকা। এদিকে বিশ্বকাপ ফুটবল আসছে। মানুষ তো ফুটবলের জন্য পাগল। ২০ নভেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। আমরা ভাবলাম এই সময়টা বন্ধ রাখি। আর প্রেক্ষাগৃহে কিছু কাজও আছে, সাউন্ড সিস্টেম নতুন লাগাচ্ছি।’

১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল খেলাটি দেখিয়েছিল মধুমিতা। নওশাদ বলেন, সেবারই আমি প্রথম মধুমিতায় ওয়ার্ল্ড কাপ দেখিয়েছিলাম। মানুষের জায়গা দিতে পারিনি। এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা। চেষ্টা চালাচ্ছি, কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মধুমিতায় প্রদর্শন করব। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে হয়তো প্রদর্শনের অনুমতিও পাওয়া যাবে।

নওশাদ মনে করেন, দেশে ভালো মানের সিনেমা নেই বলেই দর্শক খরায় ইন্ডাস্ট্রি। সেই সঙ্গে দীর্ঘদিন বিদেশি সিনেমা হলে চালানোর দাবি করে আসছেন তিনি। এজন্য অনেক আন্দোলন-কর্মসূচিও পালন করেছেন এই হল মালিক ও প্রযোজক।

প্রসঙ্গত, ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।


সম্পর্কিত বিষয়:

মধুমিতা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top