পরিচালক মাসুদ আজাদ আর নেই
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ০২:৪১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৯

মারা গেছেন চিত্রপরিচালক মাসুদ আজাদ । রোববার (৩০ আগস্ট) ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।
পরিচালক রানা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্য ছিলেন মাসুদ আজাদ। সকালে তার বুকে ব্যথা হলে সাথে সাথে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিচালক মাসুদ আজাদ মেকআপ আর্টিস্ট থেকে চলচ্চিত্র পরিচালক হন। তিনি প্রথম পরিচালক হিসেবে আসেন ‘বস্তির সম্রাট’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে বেশকয়েকটি সিনেমার কাজ করেন তিনি। কিন্তু সিনেমাগুলোর কাজ শেষ না করার আগেই তিনি মারা গেলেন। গেল বছর ‘আই এম রাজ’ নামে তার একটি ছবি মুক্তি পায়।
সম্পর্কিত বিষয়:
বিনোদন
আপনার মূল্যবান মতামত দিন: