শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মা হচ্ছেন পিয়া


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২০ ১৮:৪৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৯

জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবি-সংগৃহীত

মা হতে চলেছেন মডেল ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। গতকাল রাতে (৮ অক্টোবর) এ সুখবরটি দেন পিয়া। জানান, আগামী ফেব্রুয়ারিতে নতুন অতিথি আসতে যাচ্ছে।

ফলে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এ তারকা। ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবার সঙ্গে ভাগাভাগি করে নেন পিয়া।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য সত্যিই আনন্দের খবর। ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান এ সদস্য আসছে। আমরা তার আগমনের অপেক্ষা করছি।’

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। সামীর তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ছিলেন।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে বিনোদন জগতে পদার্পণ পিয়ার। এরপর মডেলিংয়ে তাকে নিয়মিত দেখা গেছে। নাটক ও সিনেমাতে কাজ করেছেন।

২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করেও আলোচিত হন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top