শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সরাসরি কথা বলার কারণে আমার শত্রু বেশি: তাসনিয়া ফারিণ


প্রকাশিত:
২ মে ২০২৪ ২০:৩০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৮:০৭

 ফাইল ছবি

অভিনয়প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছবিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতায়ই হাঁটছেন এই অভিনেত্রী।

তবে ক্যারিয়ারের এই সুসময়ে মাঝেমধ্যে বাধারও সম্মুখীন হতে হয় তাঁকে। কারণ, ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককেই ‘না’ বলতে হয়। আর এই ‘না’ বলার কারণে নাকি মিডিয়ায় তাঁর শক্র দিন দিন বাড়ছে।

২০২০ সালের দিকে টেলিভিশনে নাটক দিয়ে আলোচনায় আসেন ফারিণ। সেবার ঈদুল ফিতরের পর এই অভিনেত্রীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ানসহ জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। টেলিভিশনে দারুণ সূচনার পর তিনি নাম লেখান ওটিটি ও সিনেমায়। সেখানেও ছিল চমক। শুরুতেই মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখেন। সেখানেও এই অভিনেত্রী সফল।

ফারিণ পরে কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’তে নাম লিখিয়ে দুই বাংলার দর্শকের আলোচনায় আসেন। সিনেমাটিতে তিনি পরিচালক হিসেবে পেয়েছিলেন নন্দিত নির্মাতা অতনু ঘোষকে। ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোসরা। সিনেমায় অভিনয় তাঁকে এ বছর এনে দিয়েছে ভারতের ফিল্মফেয়ারের পুরস্কার। সেখানে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জয় করেন ফারিণ।

এ ছাড়া ওটিটি দুনিয়ায় ‘সিন্ডিকেট’, ‘নিশ্বাস’, ‘কারাগার’, ‘পুনর্মিলনে’, ‘অসময়’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে নাম লিখিয়েছেন। প্রতিবারই দর্শকের কাছে নতুন করে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

এ জন্য ক্যারিয়ারের শুরু থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ফারিণকে। দর্শকের ভালোবাসা পাওয়ার পর থেকেই শিখতে হয়েছে ‘না’ বলা। তিনি চাননি গড়পড়তা কোনো কাজ করতে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কোনো কাজে নাম লেখাতে।

যে কারণে নিজের সিদ্ধান্ত নিজেকেই বুঝেশুনে নিতে হয়েছে। এমনকি এ জন্য দিনের পর দিন ধৈর্য ধরতে হয়েছে। ফারিণ বলেন, ‘আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। চরিত্র ও গল্পে এমন কী নতুনত্ব আছে, যা আমার জন্য নতুন, আমার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, এসব লক্ষ করতে হয়।’

‘কাছের মানুষ দূরে থুইয়া’য় প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণচরকির সৌজন্যে
অনেক সময় কোনো চিত্রনাট্য পছন্দ না হলে কাজটি করতে রাজি হন না ফারিণ। ঠিকতখন অনেকেই তাঁকে ভুল বোঝেন। এই ‘না’ নিয়ে কারও কারও সঙ্গে মনোমালিন্য হয়।

এ প্রসঙ্গে ফারিণ প্রথম আলোকে বলেন, ‘না তো করতেই হবে। “হ্যাঁ” বলার চেয়ে “না” বেশি বলতে হয়। আমার কোনো প্রজেক্ট পছন্দ না হলে সেটা তাঁদের বলি। শিল্পী হিসেবে বলতে হয়। এটা নিয়ে আমি স্ট্রেইটকাট। সরাসরি কথা বলার কারণে আমার শত্রু বেশি। কারণ, অনেকেই মন খারাপ করেন। কেউ কেউ মাঝেমধ্যে অন্যভাবে নেন। এগুলো তো আমার ক্যারিয়ারের জন্য বলতে হয়। কিছু করার নেই।’

ফারিণ আরও বলেন, ‘আজ যদি আমার ক্যারিয়ার না থাকে, তখন তাঁরা কেউ তো আমাকে ডাকবেন না। সে জন্য নিজেরটা নিজেকেই বুঝতে হবে। এখানে আমার কোনো ব্যাকআপ নেই। পুরোটাই আমি নিজের চেষ্টায়, একা এসেছি। এ জন্য আমার ভালোটা আমাকেই বুঝতে হয়।


সম্পর্কিত বিষয়:

তাসনিয়া ফারিণ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top