শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ছেলের সিরিজে বিশেষ ভূমিকায় বাবা শাহরুখ


প্রকাশিত:
১৫ মে ২০২৪ ১২:১৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১০:৩৯

ফাইল ছবি

বলিউডের কিং শাহরুখ খান। বছরের পর বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলছে তাঁর রাজত্ব। পাশাপাশি পরিবার নিয়েও খুব সচেতন অভিনেতা। তাঁর বড় সন্তান আরিয়ান খান।

যদিও বাবার মতো পর্দা মাতাচ্ছেন না আরিয়ান, পরিচালক হিসেবে পা রাখছেন বলিউডে। তাতে বিশেষ ভূমিকা রাখছেন বাবা। মেয়ে সুহানাকে যেমন অভিনয়ে পরামর্শ দিয়েছেন, ঠিক তেমনি ছেলের বিষয়েও খুব সচেতন বাবা শাহরুখ। একটি ওয়েব সিরিজ পরিচালনার মাধ্যমেই হাতে খড়ি হচ্ছে আরিয়ানের। সিরিজের নাম ‘স্টারডম’।

বাবার পূর্ণাঙ্গ সহযোগিতায় সিরিজের শুটিং শেষ করেছেন আরিয়ান। খুব দ্রুতই শুরু হবে সম্পাদনা। পুরো কাজে বিশেষ ভূমিকা কিং খানের। সিরিজটিতে বিভিন্ন ক্যামিও চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে। তবে ছেলের পরিচালিত সিরিজে পর্দায় দেখা যাবে না শাহরুখ খানকে।

পর্দায় না থাকলেও স্টারডমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাঠান হিরো। তিনি আছেন সিরিজের টেকনিক্যাল টিমে। ছেলের পরিচালনায় যাতে কোনো খুঁত ধরা না পড়ে, সে জন্য চেষ্টার কমতি রাখছেন না কিং খান।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আরিয়ান যেহেতু কাজে একেবারেই নতুন, সেহেতু তাঁকে পথ দেখাতে বারবার সেটে আসেন অভিনেতা। সিরিজ নিয়ে নিয়মিত পরামর্শও দিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ্য, ছেলের কাজটি যেন সহজ হয়ে যায়। সন্তানেরা যাতে নিজেদের কাজে সফল হন, সে নিয়ে খুব সচেতনতার পরিচয় দিয়ে আসছেন শাহরুখ খান। মেয়ে সুহানার ‘আর্চিজ’ মুক্তির সময়ও বাবাসুলভ ভূমিকা দেখিয়েছেন শাহরুখ। মেয়েকে দিয়েছেন নানা পরামর্শ। যদিও সিরিজটিতে অভিনয় নিয়ে সমালোচিত হয়েছেন সুহানা।

এরই মধ্যে বড় পর্দায় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মেয়ে সুহানা। পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন কিং–কন্যা। ছবিতে অভিনয়েও মেয়েকে বিশেষভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাবা শাহরুখ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top