শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বরুণকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন শ্রদ্ধা


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৪ ১৩:৪৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২৯

ফাইল ছবি

স্ত্রী’-এর মতোই সাফল্যের মুখ দেখছে ‘স্ত্রী ২’ সিনেমাটি। দু’টি ছবিতেই রাজকুমার রাওয়ের পাশাপাশি শ্রদ্ধা কপূরের অভিনয় মন কেড়েছে দর্শকের। দীর্ঘদিন পর পর্দায় দেখা যাচ্ছে শক্তি-কন্যাকে।

এরই মধ্যে একটি সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা। জানিয়েছেন, এক সময় বলিউডেরই এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। তবে সেই প্রেম নিবেদনে ইতিবাচক সাড়া পাননি।

‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে বরুণ ধাওয়ানকে দেখেছেন দর্শক। অনেকেই হয়তো জানেন না, শ্রদ্ধা এবং বরুণ আসলে বাল্যবন্ধু। অল্প বয়সে নাকি বরুণকেই প্রেম নিবেদন করেছিলেন শ্রদ্ধা! কিন্তু বরুণ অভিনেত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

শ্রদ্ধা বলেন, ‘ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। একবার আমাদের বাবার শুটিংয়ে গিয়েছিলাম। সেখানেই পাহাড়ের উপর ওকে আমি প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি।’

এর নেপথ্য কারণও খোলসা করেছেন শ্রদ্ধা। তিনি বলেন, প্রেমের প্রস্তাব শুনেই সে বলে, ‘আমি মেয়েদের পছন্দ করি না’ তার পরেই বরুণ দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে।

এর আগে ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ ছবিতে বরুণের সঙ্গে শ্রদ্ধার জুটি মন কেড়েছিল দর্শকের। ‘স্ত্রী ২’ ছবিতেও দু’জনের রসায়ন পরবর্তী সিক্যুয়েলে চমক হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা।

এরই মধ্যে বরুণকে অভিনেত্রীর প্রেম নিবেদনের ঘটনা নতুন মাত্রা যোগ করছে। যে গল্প অনুরাগীদেরও বেশ পছন্দ হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top