দারুণ একটা খবর আছে! অপেক্ষা করুন: মিমি
প্রকাশিত:
৮ অক্টোবর ২০২১ ২১:১৩
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:১৯

সম্প্রতি টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের মনের কথা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন।
সেই ছবিতে দেখা যাচ্ছে বিকেলের সূর্যের আলো মেখে বসে আছেন অভিনেত্রী। আর এই ছবি পোস্ট করে মিমি লিখলেন, ‘দারুণ একটা খবর আছে! অপেক্ষা করুন। না, আমার বিয়ের খবর নয়।’
মিমি তো জানতেন, সুখবর বলতে সবাই তার বিয়ের কথাই বোঝেন। তাই আগেই খোলসা করে দিয়েছেন যে, বিয়ে তিনি করছেন না।
অনেকের মতে, নিশ্চয়ই মিমি বড় কোনও ছবির অফার পেয়েছেন। অনেকে আবার মনে করছেন, পুজায় হয়তো নতুন গানের অ্যালবাম আনতে চলেছেন মিমি।
এদিকে পুজায় মুক্তি পাচ্ছে মিমি ও জিৎ এর নতুন ছবি ‘বাজি’। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার ও গান প্রশংসিত হয়েছে নেটদুনিয়ায়। তবে পুজার ছবির মুক্তির আগেই সারপ্রাইজের খবর দিলেন মিমি, তার ইঙ্গিত মিলল এই পোস্টে।
আপনার মূল্যবান মতামত দিন: