সুখবর দিলেন অভিনেত্রী শ্রিয়া!
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ০৩:০৭
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:০৮

মা হওয়ার খবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। কন্যা সন্তনের মা হয়েছেন এই আবেদনময়ী অভিনেত্রী। ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে মা হয়েছেন শ্রিয়া। কিন্তু খবরটি এতদিন গোপন রেখেছিলেন।
সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শ্রিয়া। সেখানেই দেখা যায়, তার স্বামী এবং সন্তানকে।
পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমরা পাগলামি করে অসাধারণভাবে ২০২০-এর কোয়ারেন্টাই কাটিয়েছি। যখন গোটা পৃথিবী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমাদের পৃথিবীটা একেবারে বদলে গিয়েছিল। নতুন কিছু শেখা, নতুন উত্তেজনায় ভরা ছিল আমাদের পৃথিবী। আমাদের জীবনে পরী এসেছে আশীর্বাদ হয়ে। আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
আপনার মূল্যবান মতামত দিন: