ফের বিয়ে করছেন স্বস্তিকা মুখার্জি!
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ২১:০২
আপডেট:
১৩ অক্টোবর ২০২১ ২১:০২

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই সাহসী রূপে পর্দায় হাজির হয়ে আর তার ঠোঁটকাটা স্বভারের জন্য আলোচনায় উঠে এসেছেন স্বস্তিকা।
এবার ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের গুঞ্জন উসকে দিল স্বস্তিকা —ছবিতে স্বস্তিকার পরনে শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা। পুরোপুরি বাঙালি বধূ। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। শাখা-সিঁদুরে দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন স্বস্তিকা কী আবারো বিয়ে করেছেন? যদিও এ প্রশ্নের জবাব দেননি এই নায়িকা।
স্বস্তিকা মুখার্জির এসব ছবিতে তার সহকর্মী-বন্ধুদেরও দেখা যায়। জানা যায়, স্বস্তিকা তার বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। আর এ সময় এমন লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। তবে বিয়ে করেছেন কিনা সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অভিনয়ে নাম লেখানোর আগেই বিখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর আর বিয়ে করেননি স্বস্তিকা।
আপনার মূল্যবান মতামত দিন: