বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘কেজিএফ চ্যাপ্টার টু’

২৫ কেজি ওজনের পোশাকে সঞ্জয় দত্ত!


প্রকাশিত:
২ এপ্রিল ২০২২ ২০:২২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২৩:১১

 ছবি : সংগৃহীত

‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছবি ঘিরে ভক্তদের উত্তেজনা ব্যাপক। প্রায় তিন বছর ধরে সিনেমাটির অপেক্ষায় দর্শক। এই তিন বছরে ভারতের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমাও এটিই। ইতোমধ্যে সেটির প্রমাণ মিলেছে সদ্য প্রকাশ্যে আসা ট্রেলারে।

কেজিএফ টু-তে বলিউডের দুই স্টারকে পেতে চলেছে ভক্তরা। সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডন। সঞ্জয় দত্ত অভিনয়গুণে হোক বা স্পেশাল টার্চে হোক, কখনো ছবি দিয়ে তিনি ভক্তদের নিরাশ করেন না।

এই ছবিতে দিনের পর দিন কাজ করেছেন ২৫ কিলোর পোশাক পরে। আর তাতে বোঝাই যায়, কতটা শ্রম দিয়েছেন ‘কেজিএফ চ্যাপ্টার টু’-তে।

পরিচালক নবীন জানান, এটা গুজব নয়। প্রতিটা দিনই এ ২৫ কেজি ওজনের পোশাক পরে দিনভর সেটে কাজ করেছেন সঞ্জয় দত্ত। ঘণ্টার পর ঘণ্টা সময় যেত তার প্রস্তুতি নিতে। কিন্তু ছিল না কোনো বিরক্ত বা অস্বস্তি। তার চোখে মুখে যোদ্ধার ছাপই ধরা পড়েছে বারে বারে।

তিন বলেন, লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে সঙ্গে সব চ্যালেঞ্জকে পাশে সরিয়ে রেখে অবশেষে তিনি নিজের চরিত্রকে যেভাবে তুলে ধরেছেন, তা দর্শকদের নজর কাড়বে। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষায়।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top