শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চীনে মিয়ানমারের রাষ্ট্রদূত থান্ট পের মৃত্যু


প্রকাশিত:
৯ আগস্ট ২০২২ ০৪:৩৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২৯

 ছবি : সংগৃহীত

গতকাল রোববার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মাইও থান্ট পে মারা গেছেন। বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিকদের বরাতে আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্রে থান্ট পে’র মৃত্যুতে শোক জানিয়েছে । বেইজিংয়ে নিযুক্ত কূটনীতিকরা ও মিয়ানমারের একটি চীনা ভাষার গণমাধ্যম জানিয়েছে, সম্ভবত ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন থান্ট পে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে চীনের মিয়ানমার দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। থান্ট পে ২০১৯ সালে রাষ্ট্রদূত হিসেবে চীনে নিযুক্ত হয়েছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরও তিনি নিজ পদে বহাল ছিলেন।

চীনে মৃত্যু হওয়া চতুর্থ রাষ্ট্রদূত থান্ট পে। এর আগে গত সেপ্টেম্বরে বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জার্মানির রাষ্ট্রদূত ইয়ান হেকার (৫৪) মারা যান। ফেব্রুয়ারিতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক ভেন্যু পরিদর্শন করে আসার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভের (৬৫)। আর এপ্রিলে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনউইতে কোয়ারেন্টিন থাকা অবস্থায় ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে সাঞ্চাগো ‘চিতো’ সান্তা রোমানা (৭৪) মারা যান।


সম্পর্কিত বিষয়:

মিয়ানমার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top