কাশ্মীরে পণ্ডিতকে গুলি করে হত্যা
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২২ ০৬:১৩
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১০:৩২

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় এক কাশ্মীরি পণ্ডিতকে (জম্মু উপত্যকার হিন্দু ধর্মাবলম্বী অধিবাসীদের কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি ব্রাহ্মণ বলা হয়) গুলি করে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর এনডিটিভির।
এ নিয়ে মাত্র কয়েকমাসের ব্যবধানে এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত প্রাণ হারালেন। এতে সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৫ অক্টোবর) সকালে সোপিয়ানে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন কিষাণ ভাট। তবে ওই কাশ্মীরি পণ্ডিতকে সুরক্ষা দেওয়ার জন্য একজন গার্ডকে মোতায়েন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন ব্যক্তিই কিষাণকে লক্ষ্য করে গুলি চালায়। আশেপাশে কেউ লুকিয়ে ছিল কি না, তা জানা যায়নি। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে এক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।
এই ঘটনায় বিশদ তদন্ত করা হবে বলে জানিয়েছেন কাশ্মীরের ডিআইজি সুজিত কুমার। স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রঃ এনডিটিভি
সম্পর্কিত বিষয়:
জম্মু-কাশ্মীর
আপনার মূল্যবান মতামত দিন: