মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩

আপডেট:
৬ মে ২০২৫ ০৫:৩৫

 ফাইল ছবি

ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।’ আগুনের সূতপাত হওয়ার পর দমকল বাহিনীর অন্তত ৪০টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

ধনবাদের উপকমিশনার সন্দীপ কুমার বলেছেন, ‘ভবনের ভেতর থেকে ৮-১০ জনকে উদ্ধার হয়। যারা মারাত্মক দগ্ধ হয়েছেন।’

তিনি আরও বলেছেন, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানও শেষ। তবে কতজন আহত-নিহত হয়েছেন আমরা পুরোপুরি নিশ্চিত করিনি। এটি পুলিশ ও দমকল বাহিনী নিশ্চিত করবে।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল আটকে পড়াদের বের করে নিয়ে আসা। কেউ যেন পড়ে না থাকে সেটি নিশ্চিত করতে এখন কাজ করছি আমরা।’

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top