মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জনগণের বৈধ অধিকার রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাব: ফিলিস্তিন প্রেসিডেন্ট


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৯

আপডেট:
৬ মে ২০২৫ ০১:২৬

ছবি সংগৃহিত

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামাসের রকেট উৎপাদন কারাখানা ধ্বংস করার জন্য এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

সোমবার সকালে ইসরাইলের এ হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের সফরের পর ইসরাইল ফিলিস্তিনের মধ্যে সংঘাত দেখা দেয়। এর কয়েক দিন পর সোমবার ফের হামলা চালানো হলো। এ হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি হামাস।

২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। ইসরাইলের বিপক্ষে অনেকবার যুদ্ধে জড়ায় গোষ্ঠীটি।
এদিকে জেরুজালেম ও অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আরব ও ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন।

রোববার কায়রোতে আরব লীগের এক বৈঠকে সাম্প্রতিক ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সতর্ক করেন তারা।

আরব লিগ আয়োজিত ওই বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এ বছর এ পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইলি পক্ষের নিহত হয়েছেন ১০ জন।

বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের ‘একতরফা পদক্ষেপের’ নিন্দা জানান।

এ বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি করবে।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে।

কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়।এতে ‘ইসরাইলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের ‘আরব এবং ইসলামিক সংস্কৃতি ও পরিচয়’ ‘বিকৃত ও পরিবর্তন’ বলে উল্লেখ করা হয়।

ইসরাইলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top