ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৩ ১৯:৫৬
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২২:৩৭

মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে তুয়ালের ১৪২ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৯০ দশমিক ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। আর এটির মূলকেন্দ্র ছিল যথাক্রমে ৫ দশমিক ৭৭৭ ডিগ্রি দক্ষিণ এবং ১৩১ দশমিক ৪৭৮ ডিগ্রি দাঘ্রিমাংশে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, তুয়াল ইন্দোনেশিয়ার মালুকো প্রদেশে অবস্থিত। যেটি আবার ভৌগলিকভাবে কেই দ্বীপপুঞ্জের মধ্যে পড়েছে।
ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি প্রায়ই ইন্দোনেশিয়ায় আঘাত হেনে থাকে। কথিত রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ায় ২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া ঘনঘন এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে।
রিং অব ফায়ার প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত। সেখানে সব সময় আগ্নেয়গিরি সচল থাকে এবং ভূমিকম্প সংঘটিত হয়।
৪০ হাজার কিলোমিটার লম্বা এবং ৫০০ কিলোমিটার প্রশস্ত এই রিং অব ফায়ারে বিশ্বের দুই তৃতীয়াংশ আগ্নেয়গিরি অবস্থিত। এছাড়া বিশ্বে যত ভূমিকম্প হয় সেগুলোর ৯০ শতাংশই এখানে সংঘটিত হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: