শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিশ্বে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২০ ২১:৩৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:০৪

ফাইল ছবি

বিশ্বে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার বিশ্বে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। এটি ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত রোগী শনাক্তের রেকর্ড।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা রোগী শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল গত ২ অক্টোবর। তখন এক দিনে বিশ্বে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ রোগী শনাক্ত হয়েছিল।

বিশ্বে এক দিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার ক্ষেত্রে ইউরোপের বড় ভূমিকা রয়েছে।

ইউরোপে এক দিনে ৯৬ হাজার ৯৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ইউরোপে এক দিনে করোনা রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটা।

রয়টার্স জানিয়েছে, এখন ভারত, ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।

বৃহস্পতিবার রেকর্ডের দিন ভারতে ৭৮ হাজার ৫২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলে শনাক্ত হয়েছে ৪১ হাজার ৯০৬ জন রোগী। যুক্তরাষ্ট্র ৩৮ হাজার ৯০৪ জন শনাক্ত হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বে ৫ হাজার ৫১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৩৪১ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৭৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিলের অবস্থান তৃতীয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top