শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


করোনায় যুক্তরাষ্ট্রে গত একদিনেই ১৩’শ জনের মৃত্যু


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২০ ১৯:৫২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:০৬

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ১১ হাজারে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৮৩ জন।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সব দেশ ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক ১ হাজারের এর বেশী লোক মারা গেছে। এদিকে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫২৩ জন ও স্পেনে ১৩ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে এপর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার ৬৮৯ জন, মারা গেছেন ৪ হাজার ৭৫৮ জন। সবশেষ একদিনেই এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে আট হাজারের বেশি, মারা গেছেন ৫৯৯ জন, যা গত কয়েক সপ্তাহের তুলনায় যথেষ্ট কম।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্কে লকডাউনের সময়সীমা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে জরিমানার পরিমাণও। সামাজিক দূরত্ব না মানলে এক হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার নিয়ম চালু করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে মৃত্যুহার এবং আক্রান্তের সংখ্যা টানা দ্বিতীয়দিনের মতো কমেছে। তার আশা, হয়তো ইতোমধ্যেই সর্বোচ্চ ভয়াবহ পরিস্থিতি পার করে এসেছে নিউ ইয়র্ক।

 


সম্পর্কিত বিষয়:

যুক্তরাষ্ট্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top