শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ইতিহাসে প্রথম ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকে মাস্ক


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১২:১০

ফাইল ছবি

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্সে এই তথ্য জানানো হয়েছে।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্কের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্পদের আকাশচুম্বী উল্লম্ফনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন ওই মাইলফলকে প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন তিনি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি তার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রিতে তার সম্পদে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে স্পেসএক্সের মোট মূল্যমানও প্রায় সাড়ে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

শুধু তাই নয়, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও বুধবার সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। সেই সুবাদে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদের নতুন এক রেকর্ড।

সূচক অনুযায়ী, মাস্কের একদিনে ৬২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের উল্লম্ফনও নতুন রেকর্ড। প্রথমবারের মতো তিনি বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছেন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই ৫০০ ব্যক্তির মোট সম্পদের মূল্যমান গত বছরের জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সমান। ব্লুমবার্গ বলেছে, চলতি বছরের শুরুর দিকে মাস্কের মোট সম্পদে নতুন করে যোগ হয়েছে প্রায় ২১৮ বিলিয়ন মার্কিন ডলার; যা বিশ্বের শীর্ষ ওই ধনী ব্যক্তিদের যেকোনও সদস্যের চেয়ে বেশি।

মাস্কের সম্পদের সিংহভাগ গড়ে দেওয়া টেসলার শেয়ারের দাম এই বছর ৭১ শতাংশ বেড়েছে। বুধবার মার্কিন শেয়ার বাজারে টেসলার শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৪২৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে এখনও বিশ্বের শীর্ষ ধনী রয়েছেন ইলন মাস্ক। মার্কিন এই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টেসলার প্রধান নির্বাহীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলার। আর তারপরই দ্বিতীয় স্থানে আছেন আরেক মার্কিন ধনকুবের জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২২৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর এই সূচকে তৃতীয় স্থানে আছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top