শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫০০০ বাংলাদেশি


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ২২:৫৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৮:০৯

ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসার আগুনে ছারখার হয়ে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। অভ্যন্তরীণ রাজনৈতিক দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, ভিনদেশিরাও পড়েছেন বেশ বিপাকে।

জানা গেছে, পূর্ব আফ্রিকার এই দেশটিতে বৈধ-অবৈধভাবে বসবাস করেন প্রায় ১০ হাজার বাংলাদেশি। তাদের মধ্যে অন্তত ৫ হাজার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের বেশিরভাগই ব্যবসার সঙ্গে যুক্ত। গত ১০ দিনে এই বাংলাদেশিদের কয়েক শ’ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং বাসাবাড়িতে হামলা-লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা।

গত অক্টোবর থেকে মোজাম্বিকে রাজনৈতিক উত্তেজনার শুরু, উপলক্ষ্য নির্বাচন। ভোটের ফলাফলকে কেন্দ্র করে সরকার ও বিরোধী শক্তির মধ্যে সংঘাত চলছে দু’মাসেরও বেশি সময় ধরে।

৯ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু দেশটির আদালত ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করেন। আদালতের এ সিদ্ধান্তে বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা রীতিমতো ফুঁসে উঠে এবং মোজাম্বিকে শুরু হয় দাঙ্গা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট মতে, সেই হামলায় এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক প্রাণ ঝরে গেছে। প্রাণে বাঁচতে মোজাম্বিকের পাশের দেশ মালাউইতে আশ্রয় নিয়েছেন অনেকে। যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন। গত বড়দিনে মোজাম্বিকের রাজধানী মাপুতোর কারাগারে ভয়াবহ দাঙ্গা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৩ জন, সেই সঙ্গে কারাগার থেকে পালিয়ে গেছেন দেড় হাজারেরও বেশি কয়েদি।

মোজাম্বিকে ফ্রিলিমো পার্টি ক্ষমতায় আছে ১৯৭৫ সাল থেকে। ওই বছরই দেশটি পর্তুগাল থেকে স্বাধীনতা পায়। ৪৯ বছর ধরে ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে স্বৈরশাসন চালানোর অভিযোগ রয়েছে।

দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। মূলত পর্তুগালের বাংলাদেশ মিশন মোজাম্বিকের বাংলাদেশিদের দেখভালের দায়িত্বে রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি দূতাবাসকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার।

সূত্র : বিবিসি


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top